Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫,

বেরোবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ৩ সেপ্টেম্বর

বেরোবি প্রতিনিধি

বেরোবি প্রতিনিধি

আগস্ট ১৩, ২০২৩, ০৭:৫৪ পিএম


বেরোবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ৩ সেপ্টেম্বর

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষের ক্লাস শুরু হবে আগামী ৩ সেপ্টেম্বর।

আজ রোববার (১৩ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য সচিব কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মিজানুর রহমান।

মিজানুর রহমান বলেন, আজ (১৩ আগস্ট) ও আগামীকাল (১৪ অগাস্ট) আমাদের চূড়ান্ত ভর্তি চলবে। ভর্তি কমিটির সভায় আমাদের ক্লাস শুরু তারিখ ৩ সেপ্টেম্বর ঠিক করা হয়েছে। সেই অনুযায়ী বিভাগগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

নতুন মেধাতালিকার বিষয় জানতে চাইলে ড. মিজানুর রহমান বলেন, জিএসটি যদি কোন নির্দেশনা দেয় তাহলে আমরা সেই নির্দেশনা মেনে নতুন মেধাতালিকা প্রকাশ করব।
 

এইচআর

Link copied!