Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

পবিপ্রবির বঙ্গবন্ধু হলে ইলেকট্রিক কয়েল বিতরণ

পবিপ্রবি প্রতিনিধি

পবিপ্রবি প্রতিনিধি

আগস্ট ১৪, ২০২৩, ০৬:০০ পিএম


পবিপ্রবির বঙ্গবন্ধু হলে ইলেকট্রিক কয়েল বিতরণ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি) অন্তর্গত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে সাধারণ শিক্ষার্থীদের মাঝে ইলেকট্রিক কয়েল বিতরণ করা হয়েছে। সারাদেশের বর্তমান সময়ের আতঙ্ক ডেঙ্গু মশা প্রতিরোধে ও শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে হল প্রশাসনের সার্বিক সহযোগিতায় হলের রিডিং রুম, গণরুম ও অন্যান্য রুমগুলোতে ইলেকট্রনিক কয়েল বিতরণ করা হয়।

রোববার (১৩ আগস্ট) রাত সাড়ে আটটার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ইলেকট্রিক কয়েলগুলো বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু হলের প্রভোস্ট অধ্যাপক ড. জাহিদ হাসান, সহকারী প্রভোস্ট সহকারী অধ্যাপক শেখর মন্ডল, সহকারী প্রভোস্ট সহকারী অধ্যাপক তৌফিক হাসান, পবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি আরাফাত ইসলাম সাগর ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান তারেক সহ সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

আরএস

Link copied!