Amar Sangbad
ঢাকা শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫,

রুয়েটে সরকার বিরোধী পোস্ট করলেই ব্যবস্থা

রাবি প্রতিনিধি

রাবি প্রতিনিধি

আগস্ট ২৯, ২০২৩, ১২:১২ পিএম


রুয়েটে সরকার বিরোধী পোস্ট করলেই ব্যবস্থা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, দেশ, সরকার ও বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন করে এমন কোন বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট ও শেয়ার না করার জন্য সর্বোচ্চ সর্তকতা জারী করা হয়েছে।

সোমবার বিকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলমের নির্দেশক্রমে জনসংযোগ দপ্তরের এক জরুরী বিজ্ঞপ্তিতে এ তথ্য  জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রুয়েটের কোন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা কিংবা কর্মচারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, দেশ ও সরকার এবং বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন করে স্পর্শকাতর বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট কিংবা শেয়ার করলে দায়ী ব্যক্তির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সর্তকতা জারী করে বিজ্ঞপ্তি রুয়েটের সকল বিভাগ, দপ্তর ও হলে প্রকাশ করে বলা হয় এক্ষেত্রে রুয়েট প্রশাসন কোন ছাড় দিবে না।

একই বিজ্ঞপ্তিতে রুয়েটের যন্ত্রকৌশল বিভাগের সিনিয়র টেকনিক্যাল অফিসার মো. মিলনুর রশিদ সামাজিক যোগাযোগ মাধ্যমে বঙ্গবন্ধু সম্পর্কে স্পর্শকাতর বিষয় শেয়ার করায় তদন্ত কমিটি গঠনের বিষয়টি জানানো হয়েছে।

আজ সোমবার বিকেলে  যন্ত্রকৌশল বিভাগের প্রফেসর ড. নীরেন্দ্র নাথ মুস্তফীকে সভাপতি করে তিন সদস্যবিশিষ্ট এই তদন্ত কমিটি গঠন করা হয়।

কমিটির অপর দুই সদস্য হচ্ছেন প্রফেসর ড. মো. আলী হোসেন এবং গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের অতিরিক্ত পরিচালক মুফতি মাহমুদ রনি। আগামী তিন কার্য দিবসের মধ্যে এই কমিটিকে তদন্তকার্য সম্পন্ন করার নির্দেশনা দেয়া হয়েছে।

এইচআর
 

Link copied!