Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

যবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে জহুরুল-সজীবুর

যবিপ্রবি প্রতিনিধি

যবিপ্রবি প্রতিনিধি

সেপ্টেম্বর ৩, ২০২৩, ০৫:২৬ পিএম


যবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে জহুরুল-সজীবুর

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (যবিপ্রবিসাস) চতুর্থ কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২ থেকে ১ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরে নির্বাচন অনুষ্ঠিত হয়।

এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ডেইলি বাংলাদেশ পোস্টের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জহুরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক দেশ রুপান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সজীবুর রহমান। আগামী ১ বছরের জন্য তারা এ দায়িত্ব পালন করবেন।

প্রধান নির্বাচন কমিশনার ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. আলম হোসেন, নির্বাচন কমিশনার সহকারী প্রক্টর মো. আকরাম হোসেন ও জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আব্দুর রশিদের উপস্থিতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

কমিটির নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি পদে চ্যানেল২৪ অনলাইনের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ওয়াশিম আকরাম, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক কালবেলার এ টি এম মাহফুজ, অর্থ সম্পাদক দৈনিক আমার সংবাদের রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক দৈনিক সময়ের আলোর মোতালেব হোসাইন, দপ্তর সম্পাদক দৈনিক যায়যায়দিনের শেখ সাদী ভূঁইয়া, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক দৈনিক খোলা কাগজের মোস্তফা গালিব, তথ্য ও প্রযুক্তি সম্পাদক দৈনিক আমাদের সময়ের শিহাব উদ্দীন সরকার নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দ্যা বাংলাদেশ টুডের দিশা প্রিয়া মিষ্টি ও দ্যা ডেইলি মেসেঞ্জারের নিশাত তাসনিম সুপ্তি নির্বাচিত হয়েছেন।

এইচআর

Link copied!