Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

তিস্তার ন্যায্য হিস্যার দাবিতে বেরোবিতে রিভারাইন পিপলের মানববন্ধন

বেরোবি প্রতিনিধি

বেরোবি প্রতিনিধি

সেপ্টেম্বর ৬, ২০২৩, ০৩:১৫ পিএম


তিস্তার ন্যায্য হিস্যার দাবিতে বেরোবিতে রিভারাইন পিপলের মানববন্ধন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) রিভারাইন পিপল ক্লাবের আয়োজনে তিস্তায় পানির ন্যায্য হিস্যার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ২নং গেট সংলগ্ন পার্কমোড় এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনটির আহ্বায়ক ছাওমুন পাটোয়ারী সুপ্তের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন রিভারাইন পিপলের পরিচালক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলা বিভাগের শিক্ষক খাইরুল ইসলাম পলাশ, রিভারাইন পিপলের তিস্তা সুরক্ষা কমিটির আহ্বায়ক মঞ্জুর আরিফ, শালমারা নদী সুরক্ষা কমিটির আহ্বায়ক শাহ জালাল, দুধকুমার নদী সুরক্ষা কমিটির আহ্বায়ক গ্রিন ইকোর প্রতিষ্ঠাতা পরিচালক সঞ্জয় চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নদী সংগঠক আরিফুজ্জামান আরিফ প্রমুখ।

প্রধান বক্তা অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ বলেন- ‘তিস্তা উত্তরের জীবনরেখা। ভারতের এক তরফা পানি প্রত্যাহারের কারণে তিস্তার আজ মরণদশা। ফলে আশীর্বাদক তিস্তা অভিশাপে পরিণত হয়েছে। আন্তর্জাতিক পানি প্রবাহ কনভেনশন অনুযায়ী ভারতের এক তরফা পানি প্রত্যাহার অবৈধ, মানবাধি কারের চরম লঙ্ঘন। বাংলাদেশের কোটি কোটি মানুষ, জীববৈচিত্র্য তথা রংপুরের কৃষিনির্ভর অর্থনীতির স্বার্থে তিস্তায় ন্যায্য হিস্যার ভিত্তিতে পানি পাওয়ার কোনো বিকল্প নেই।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরে তিস্তার পানি বণ্টন চুক্তির বিষয়টি চূড়ান্ত করার দাবি জানান বক্তারা। মানবন্ধনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েরর শিক্ষার্থী ও বিভিন্ন নদী সগঠনের সংগঠকগণ অংশ নেন।

এইচআর

Link copied!