Amar Sangbad
ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫,

বিশেষ সমাবর্তন উপলক্ষে অ্যালামনাই এসোসিয়েশন এর অনুদান

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ১৩, ২০২৩, ০৫:৩৯ পিএম


বিশেষ সমাবর্তন উপলক্ষে অ্যালামনাই এসোসিয়েশন এর অনুদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-কে  (মরণোত্তর) ডিগ্রি প্রদানের লক্ষ্যে বিশেষ সমাবর্তন অনুষ্ঠান-২০২৩  উপলক্ষ্যে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট স্পন্সরশীপ বাবদ ২৩,০০,০০০/- (তেইশ লক্ষ) টাকার একটি চেক হস্তান্তর করেছে। 

চেক হস্তান্তর অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার এবং জনসংযোগ অফিসের পরিচালক জনাব মাহমুদ আলম।

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ, মহাসচিব মোল্লা মোহাম্মাদ আবু কাওছার, সহ-সভাপতি আশরাফুল হক মুকুল, সাংগঠনিক সম্পাদক শেখ সালাহউদ্দিন আহমেদ এবং আপ্যায়ন সম্পাদক নাসির উদ্দিন মাহমুদ নান্টু এবং কার্যনির্বাহী সদস্য সালেহা খাতুন স্নিগ্ধা।

আরএস

 

Link copied!