Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

নজরুল বিশ্ববিদ্যালয়

ছিনতাইয়ের শিকার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, গ্রেপ্তার ৩

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

সেপ্টেম্বর ২২, ২০২৩, ০৮:০১ পিএম


ছিনতাইয়ের শিকার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, গ্রেপ্তার ৩

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিব হোসেন নামের এক শিক্ষার্থী ছিনতাইকারীর আক্রমণের শিকার হয়েছেন।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন  ত্রিশালের চিকনা মনোহর এলাকার মসজিদের কাছে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ১নং গেট সংলগ্ন চিকনা এলাকায় বন্ধুর মেসে যাওয়ার পথে ৪ জন ছিনতাইকারী আটকায়। এসময় ছিনতাইকারীরা মোবাইল, ইয়ারফোন, মানিব্যাগ ও টাকা পয়সাসহ তার সাথে থাকা সবকিছু ছিনিয়ে নেয় এবং মারধর করে।

পরে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. মাজহারুল হোসেন তোকদার এবং ফিরোজ সরকার ঘটনাস্থলে উপস্থিত হন এবং ত্রিশাল থানায় সাধারণ ডায়েরি করা হয়। সহকারী প্রক্টর মাজহারুল হোসেন তোকদার জানান, ছিনতাইয়ের ঘটনা শোনার পর তৎক্ষনাৎ আমরা ঘটনাস্থলে উপস্থিত হই এবং রাতেই অভিযান চালিয়ে ৩ জনকে আটক করে পুলিশ।

অগ্রগতির ব্যাপারে জানতে চাইলে ত্রিশাল থানার এসআই আনিস জানান, ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত ইসমাইল, রাতুল ও সিয়াম নামের ৩ জনকে চিকনা মনোহর, নওধার, ৪ নং দরিরামপুর এলাকা থেকে আটক করা হয়েছে। অভিযুক্তদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। ভুক্তভোগীর মোবাইল ফোন উদ্ধার করা গেছে।

নবাব/এআরএস

Link copied!