Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

দক্ষতা অর্জনই বর্তমানে যোগ্যতার প্রধান মাপকাঠি: সৌমিত্র শেখর

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

সেপ্টেম্বর ২৭, ২০২৩, ০৭:৫৭ পিএম


দক্ষতা অর্জনই বর্তমানে যোগ্যতার প্রধান মাপকাঠি: সৌমিত্র শেখর

দক্ষতা অর্জনই বর্তমানে যোগ্যতার প্রধান মাপকাঠি বলে মন্তব্য করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছ সবাই হয়তো সনদ পাবে কিন্তু সবার দক্ষতা এক থাকবে না। প্রতিযোগিতার বিশ্বে যারা যতো দক্ষতা অর্জন করতে পারবে তারা অন্যের তুলনায় সবকিছুতেই এগিয়ে থাকবে। কারণ, বর্তমান বিশ্বে যোগ্যতার অন্যতম প্রধান মাপকাঠি হলো দক্ষতা।

বুধবার (২৭ সেপ্টেম্বর) নেত্রকোণার শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে তিনি আরও বলেন, তোমরা অত্যন্ত ভাগ্যবান কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ে তোমরা পড়ার সুযোগ পেয়েছ। আমাদের সময় মাত্র চারটি সাধারণ বিশ্ববিদ্যালয় ছিল। আর এখন প্রধানমন্ত্রী জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করছেন। উচ্চশিক্ষার সুযোগ আজ দেশব্যাপী ছড়িয়ে দিয়েছেন।

নবীনদের উদ্দেশ্যে সৌমিত্র শেখর আরও বলেন,  আগামী পাঁচ বছর পর দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তামাদের দেখতে চাই। সেইভাবে নিজেদের তৈরি করো। নজরুল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস তোমাদের জন্য উন্মুক্ত থাকবে। শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের সাথে  জ্ঞানের বিনিময় হলে শিক্ষার্থীরা অনেক উপকৃত হতে পারবে।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম কবীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সুব্রত কুমার আদিত্য, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মো. জাকির হোসেন চৌধুরী এবং পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মিহির চক্রবর্তী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অ.দা) শুভ্র চন্দন মহলী।

এআরএস

Link copied!