জবি প্রতিবেদক
সেপ্টেম্বর ৩০, ২০২৩, ১১:৩৯ এএম
জবি প্রতিবেদক
সেপ্টেম্বর ৩০, ২০২৩, ১১:৩৯ এএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম ফরাজীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সোনারগাঁও রয়েল রিসোর্টে বার্ষিক বনভোজন ও নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে ভোলা জেলা ছাত্রকল্যাণের পক্ষ থেকে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ হাওলাদার।
বিশেষ অতিথি ছিলেন আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় উপ শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক কাজী আল মাহমুদ টুকু, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. মাকসুদুর রহমান মাকসুদ ও সোনারগাও রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. ইব্রাহীম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলা জেলা ছাত্রকল্যাণের সভাপতি রবিউল ইসলাম রবি ও সঞ্চালনা ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক অবু সুফিয়ান।
এআরএস