Amar Sangbad
ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫,

‘ঢাবির গেস্টরুম-গণরুম মেধাবীদের কবরস্থান’

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

অক্টোবর ২, ২০২৩, ০৫:৩২ পিএম


‘ঢাবির গেস্টরুম-গণরুম মেধাবীদের কবরস্থান’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেস্টরুম-গণরুমগুলো মেধাবীদের কবরস্থান বলে অভিযোগ করেছেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ’র ছাত্র সংগঠন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ।

আজ সোমবার  ২ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ‘ভোটাধিকার প্রতিষ্ঠা, গেস্টরুম-গণরুম নির্যাতন ও প্রথম বর্ষ থেকেই বৈধ সিটে নিশ্চিতের দাবি’তে  বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তারা এ অভিযোগ করেন।

সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক খায়রুল হাসান মারজান সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক আল আমিন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইয়াছিন আরাফাত এবং প্রচার সম্পাদক সাইয়েদ মুহাম্মদ আলাউদ্দিন।

পাবলিক বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক আল আমিন বলেন, স্বাধীনতার ৫২ বছর পর আমাদেরকে ভোটাধিকারের দাবিতে আন্দোলন করতে হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রলীগকে ফেভার দিচ্ছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাবারের মান বস্তির খাবারের চেয়ে নিম্নমানের। এই সরকার ১৫ বছর ধরে ফ্যাসিবাদ কায়েম করছে। দানব সরকারকে নামাতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা যেন ছাত্রলীগের সেবাদাসে পরিণত না সেজন্য প্রথম বর্ষ থেকেই বৈধ সিটের ব্যবস্থা করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইয়াছিন আরাফাত বলেন, পৃথিবীর বুকে একটা রাষ্ট্র বিশ্ববিদ্যালয় উপহার দেয়। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় একটি জাতি রাষ্ট্র উপহার দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে যে ডাল দেওয়া হয়, সেটা দিয়ে ওযু , গোসল সবই করা যায়।

তিনি অভিযোগ করে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেস্টরুম এবং গণরুম মেধাবীদের কবরস্থান। প্রথম বর্ষের ছাত্র হাফিজ মোল্লা, আবু বকরের কথা আমরা জানি। বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ এর কথা আমরা জানি। তারা সবাই গেস্টরুম নির্যাতনের শিকার হয়ে কবরবাসী হয়েছেন।

সাংবাদিক সমাজকে জনগণের পাশে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আজকে ১৫ বছর ধরে দেশে অপশাসন চলছে। সরকারের দালালি না করে জনগণের মতামত মিডিয়ার কাছে তুলে ধরুন।’

প্রচার সম্পাদক সাইয়েদ মুহাম্মদ আলাউদ্দিন বলেন, একজন শিক্ষার্থী যখন গণরুমে আটকে যায়, তখন তার মেধার বিকাশ হয় না। প্রশাসন ছাত্রলীগকে ফেভার দিচ্ছে। যাদের পড়াশোনা শেষ, তাদেরকে হল থেকে বের করে দেওয়া উচিত। বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পড়াশোনা নিশ্চিত করা। রাজনৈতিক দলের কর্মসূচিতে অংশ নিতে বাধ্য হওয়ার কারণে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। দুর্নীতি, দুঃশাসন থেকে উত্তরণের জন্য আমরা একটি নির্বাচিত সরকার চায়।

সমাবেশের পর সংগঠনের নেতাকর্মীদের একটা বিক্ষোভ মিছিল টিএসসিতে থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে গিয়ে শেষ হয়।

এআরএস

Link copied!