Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

একদিন আগেই উদযাপিত হবে জবি দিবস

জবি প্রতিনিধি

জবি প্রতিনিধি

অক্টোবর ৬, ২০২৩, ১২:১৪ পিএম


একদিন আগেই উদযাপিত হবে জবি দিবস

এবছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ২০ অক্টোবরের পরিবর্তে ১৯ অক্টোবর উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইঞ্জিনিয়ার মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত উপাচার্য) কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বলেন, এবার যেহেতু ২০ তারিখ (শুক্রবার) এবং পূজার ছুটি শুরু হওয়ায় অধিকাংশ শিক্ষক-শিক্ষার্থীরা গ্রামের বাড়িতে চলে যাবে। এজন্য আমরা সকলে মিলে একদিন আগে দিবসটি পালনের সিদ্ধান্ত নিয়েছি। ১৯ তারিখ (বৃহস্পতিবার) ওইদিন বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।

জানা যায়, এবারে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে সারাদিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন থাকবে। সেই সঙ্গে রং-বেরঙের পোস্টার, আলপনা প্রদর্শনী সহ দিনব্যাপী মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।

এআরএস

Link copied!