Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ঢাবির আরবী বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

অক্টোবর ৮, ২০২৩, ০৬:২৫ পিএম


ঢাবির আরবী বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আজ রোববার আর.সি. মজুমদার আর্টস মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত মো. ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলান অনুষ্ঠানে প্রধান অতিথি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।

বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত মো. ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলান বলেন, শিক্ষা-গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজমান। এদেশের অনেক শিক্ষার্থী সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করছে।

সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্প্রসারণ এবং সৌদি আরবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে সৌদি সরকারের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, এ ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবে এবং সৌদি আরবের বিভিন্ন খ্যাতিমান বিশ্ববিদ্যালয়ের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে।

তথ্য-প্রযুক্তি ও সাংস্কৃতিক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের দক্ষতা অর্জনে তিনি দু’দেশের মধ্যে বিরাজমান সম্পর্ক আরও জোরদার করার উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের আর্থিকভাবে অসচ্ছল ১৫জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।

এইচআর

Link copied!