Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

রাবিতে জাতীয় বিজ্ঞান উৎসব শুরু ১৮ অক্টোবর

রাবি প্রতিনিধি

রাবি প্রতিনিধি

অক্টোবর ১৫, ২০২৩, ০৫:১৫ পিএম


রাবিতে জাতীয় বিজ্ঞান উৎসব শুরু ১৮ অক্টোবর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সায়েন্স ক্লাবের উদ্যোগে জাতীয় বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১৮ অক্টোবর থেকে ২ দিনব্যাপী এ উৎসব বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র- টিএসসিসিতে অনুষ্ঠিত হবে।

আজ রোববার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

কনফারেন্সের উদ্ভোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক মো. হুমায়ুন কবির এবং আমানা গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ ফজলুল করিম উপস্থিত থাকবেন।

দুই দিনের এ উৎসবে থাকছে ১১টি বিষয়ের প্রতিযোগিতা। অনুষ্ঠানের প্রথমদিনের আয়োজনে একক অংশগ্রহনে থাকছে সায়েন্স অলিম্পিয়াড, সায়েন্টফিক পেইন্টিং কম্পিটিশন, সায়েন্টফিক স্পিস কম্পিটিশন, রুবিক্স কিউব কম্পিটিশন, কেইস সলভিং ও ফটোগ্রাফি কনটেন্ট।

দ্বিতীয় দিনের আয়োজনে দলীয় অংশগ্রহনে থাকছে প্রজেক্ট শো কম্পিটিশন, প্রোগ্রামিং কনটেস্ট, ওয়াল ম্যাগাজিন এবং পোস্টার প্রেজেন্টেশন।

প্রায় পনেরো শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করবে। উৎসবে যুক্ত হবেন গবেষক ও তরুণ প্রজন্মের শিক্ষার্থীরা।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির উপাচার্য বিধান চন্দ্র দাস ও বিসিএসআইআর ডিরেক্টর  ড. মো. সেলিম খান।

এছাড়া আরো উপস্থিত থাকবেন প্রক্টর, ছাত্র উপদেষ্টা এবং সায়েন্স ক্লাবের সদস্যরা।

এআরএস

Link copied!