Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

চবির দর্শন বিভাগের সুবর্ণজয়ন্তীতে আন্তর্জাতিক কনফারেন্স

চবি প্রতিনিধি

চবি প্রতিনিধি

অক্টোবর ১৬, ২০২৩, ০৮:০৮ পিএম


চবির দর্শন বিভাগের সুবর্ণজয়ন্তীতে আন্তর্জাতিক কনফারেন্স

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দর্শন বিভাগ প্রতিষ্ঠার ৫০ বছরে সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন করে বিভাগটি। আজ সোমবার দিনব্যাপী ‍‍`ফিলোসফি : নাউ অ্যান্ড হিয়ার‍‍` প্রতিপাদ্যে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদে এটি অনুষ্ঠিত হয়।

এতে ৭টি অ্যাকাডেমিক সেশনে ৫টি বিষয়বস্তুর ওপর মোট ৩৫টি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হয়। বিষয়বস্তুগুলো হলো- ‍‍`পলিটিক্স, পিস, অ্যান্ড জাস্টিস‍‍`, ‍‍`এথিকস ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড‍‍`, ‍‍`ফিলোসফি অ্যান্ড এডুকেশন‍‍`, ‍‍`মেটাফিজিক্যাল ইনকুইরিজ ইন দ্য কনটেমপরারি ওয়ার্ল্ড‍‍` এবং ‍‍`ফিলোসফি: ইন্টার ডিসিপ্লিনারি পারসপেকটিভ‍‍`।

অনুষ্ঠানে দর্শন বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুল মান্নানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক মাসুম আহমেদ, মূখ্য আলোচক ছিলেন ভারতের কেরিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন ম্যাথিউ, অতিথি বক্তা ছিলেন ইউনাইটেড বোর্ড দক্ষিণ এশিয়ার প্রধান অধ্যাপক ড. মাহের স্পারজিয়ন, বিশেষ অতিথি ছিলেন কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মাহবুবুল হক।

এছাড়া ভারতের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, বানারসি হিন্দু বিশ্ববিদ্যালয়, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশের ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এতে অংশ নেন।

আরএস
 

Link copied!