Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫,

ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে গবিতে বিক্ষোভ

গবি প্রতিনিধি

গবি প্রতিনিধি

অক্টোবর ১৯, ২০২৩, ০২:৪৯ পিএম


ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে গবিতে বিক্ষোভ

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বেলা দুপুরে ক্যাম্পাসের বাদামতলা থেকে ট্রান্সপোর্ট চত্ত্বর হয়ে বিক্ষোভ মিছিলটি শুরু করেন তাঁরা। মিছিলটি প্রধান ফটকের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তাঁরা। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে করা এই বিক্ষোভ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থীকে অংশ নিতে দেখা যায়।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীদের ‘আল আকসা আল আকসা, লাব্বাইক লাব্বাইক, বিশ্বের মুসলিম এক হও এক হও’, ‘আল আকসা আল আকসা জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘ইসরায়েলের ইহুদিরা হুঁশিয়ার সাবধান’, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘বদরের হাতিয়ার গর্জে উঠো আরেকবার’, ‘ফিলিস্তিনে হামলা কেন জবাব চাই জবাব চাই’, ফিলিস্তিনে হামলায়,  জাতিসংঘ চুপ কেন?‍‍` ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

বিক্ষোভ মিছিলে সমাজ বিজ্ঞান ও সমাজ কর্ম বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, ‘ফিলিস্তিনের সাধারণ মানুষের হত্যা নিপিড়নের দ্রুত বিচার চাই। গণ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা সেই নির্যাতিত নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাচ্ছি।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও প্রশাসন  বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন বলেন, ‘মানবতার বুলি উঠানো জাতিসংঘ আজ কোথায়? আমরা আজ শুধু মুসলিম হিসেবে মানুষ হিসেবে মানবিকতার বিচার চাই ইসরায়েলের পরিকল্পিত এ হামলার প্রতি।‍‍`

এইচআর

Link copied!