Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ২৬, ২০২৩, ০৭:৫৭ পিএম


৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ

৪৫তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দেশের আটটি বিভাগে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে একযোগে এই পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হবে। আগামী ২৭ নভেম্বর থেকে পরীক্ষা শুরু হবে। চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে।

১০০ নম্বরের পরীক্ষাগুলো তিন ঘণ্টাব্যাপী এবং ২০০ নম্বরের পরীক্ষা চার ঘণ্টাব্যাপী নেওয়া হবে। তাছাড়া ৫০ নম্বরের গাণিতিক যুক্তি পরীক্ষার সময় থাকবে দুই ঘণ্টা এবং মানসিক দক্ষতার জন্য সময় থাকবে এক ঘণ্টা।

উল্লেখ্য, চলতি বছরের ১৯ মে ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন। গত ৬ জুন পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। এতে উত্তীর্ণ হন ১২ হাজার ৭৮৯ জন।

আরএস

Link copied!