Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বেরোবিতে স্মার্ট কর্মসংস্থান মেলা ৪ নভেম্বর

বেরোবি প্রতিনিধি

বেরোবি প্রতিনিধি

নভেম্বর ১, ২০২৩, ০৮:২৭ পিএম


বেরোবিতে স্মার্ট কর্মসংস্থান মেলা ৪ নভেম্বর

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আগামী ৪ নভেম্বর (শনিবার) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘স্মার্ট কর্মসংস্থান মেলা ২০২৩’। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. হাসিবুর রশীদ।

বিষয়টি নিশ্চিত করেছেন ‘স্মার্ট কর্মসংস্থান মেলা ২০২৩’ উদযাপন কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক সৈয়দ আনোয়ারুল আজিম।

তিনি জানান, আগামী আগামী ৪ নভেম্বর বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, তথ্য ও প্রযুক্তি বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় সকাল ১০টা হতে বিকেল ৪টা পর্যন্ত ‘স্মার্ট কর্মসংস্থান মেলা ২০২৩’ অনুষ্ঠিত হবে। এতে বিশ্ববিদ্যালয় সহ রংপুরের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিকট হতে তাদের চাকুরির সারসংকলন বা সিভি যাচাইবাছাই সাপেক্ষে সংগ্রহ করা হবে।

আনোয়ারুল আজিম আরো জানান, মেলায় আইসিটি ক্যারিয়ার বিষয়ক একটি কর্মশালার আয়োজন করা হবে। কর্মশালায় অগ্রাধিকার ভিত্তিতে প্রথম ১৫০ জন অংশগ্রহণ করার সুযোগ পাবে। অনুষ্ঠানটি সফল করতে সকলের সহযোগীতা কামনা করেন তিনি।

এআরএস

Link copied!