Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

অবরোধের সমর্থনে পুরান ঢাকায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ১২, ২০২৩, ১১:৩৯ এএম


অবরোধের সমর্থনে পুরান ঢাকায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাধায়ক সরকারের অধীনে নির্বাচন ও কারারুদ্ধ নেতাদের মুক্তির দাবিতে বিএনপির ডাকা চতুর্থ দফায় দুই দিনের অবরোধের প্রথম দিনে অবরোধ সমর্থনে বিক্ষোভ  মিছিল করেছে ছাত্রদল।

রোববার (১২ নভেম্বর) সকাল ১০টা নাগাদ পুরান ঢাকার বংশাল এলাকায় এ বিক্ষোভ মিছিল করেন তারা।এসময় তারা নেতার্মীদের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

মিছিলে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি সাইফুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক নাহিয়ান বিন হক অনিক, রাশেদ বিন হাসিম, মিয়া রাসেল, রাশেদুল আহমেদ রাহাত। সহ সাংগঠনিক সম্পাদক সোলায়মান খান সাগর, ওমর ফারুক, জাহিদ হাসান। মানবাধিকার সম্পাদক ইয়াসির আরাফাত। নিশান, আফসার, মারুফ মিয়াজী, কামরুল হাসান এবং অন্যান্য নেতৃবৃন্দ।

এইচআর

Link copied!