রাইসুল ইসলাম লিটন, টাঙ্গাইল
জানুয়ারি ৫, ২০২৫, ০১:১৯ পিএম
রাইসুল ইসলাম লিটন, টাঙ্গাইল
জানুয়ারি ৫, ২০২৫, ০১:১৯ পিএম
যমুনা নদীর বুকে নির্মিত দেশের বৃহৎ যমুনা রেল সেতুতে শুরু হয়েছে পূর্ণ গতিতে ট্রায়াল ট্রেনের টেস্ট রানআপ।
ডাউন লাইনে দুটি ট্রায়াল ট্রেনের মাধ্যমে শুরু হওয়া এ টেস্ট রান চলবে রোববার ও সোমবার পর্যন্ত।
রোববার সকাল ৯টা ২০ মিনিটে একই সাথে আপ ও ডাউন লাইন থেকে টেস্ট রান শুরু হয়।
যমুনা রেল সেতুর প্রকল্প পরিচালক আবু ফাত্তাহ মো. মাসুদুর রহমান জানান, এর আগে গত ২৬ নভেম্বর আমরা সর্বোচ্চ ৪০ কিলোমিটার গতিসীমায় রেলওয়ে সেতু দিয়ে পরীক্ষামূলকভাবে ট্রেন চালিয়েছে। রোববার পূর্ণগতি দিয়ে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু হয়েছে।
সোমবারও রেল সেতুতে পূর্নগতিতে পরীক্ষামূলকভাবে ট্রেন চালিয়ে ভুলত্রুটি শনাক্ত করা হবে। পরীক্ষামূলক ট্রেন চলাচল সবকিছু ঠিক থাকলে খুব শীঘ্রই রেলসেতুটি উদ্ধোধন করা হবে।
তিনি আরও বলেন, এ রেল সেতু দিয়ে ট্রেন চলবে ১০০ থেকে ১২০ কিলোমিটার গতিতে। সেতুটির ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে জাপানি কোম্পানি ওটিজি ও আইএইচআই জয়েন্টভেঞ্চার।
ইএইচ