Amar Sangbad
ঢাকা সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫,

যে কলেজের একজন শিক্ষার্থীও পাস করেননি

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

নভেম্বর ৩০, ২০২৩, ১২:১৮ পিএম


যে কলেজের একজন শিক্ষার্থীও পাস করেননি

এবারের এইচএসসি পরীক্ষায় ফেনী মহিলা কলেজের থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৩ জন শিক্ষার্থী।এরমধ্যে একজন শিক্ষার্থীও পাস করেননি।

কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শহিদুল্লাহ এ ফল বিপর্যয়ের বিষয়টি স্বীকার করে বলেন, ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকে এতদিন ধরে কলেজটি থেকে শতভাগ পাস না করলেও ফলাফল ছিল সন্তোষজনক।

করোনার সময়ে এ প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছিল। সে জটিলতায় এ তিনজন শিক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হয়েছে। তবে এ শিক্ষাবর্ষে নতুন ব্যবস্থাপনায় ও একদম নতুন আঙ্গিনায় আবারও পুরোদমে প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করার পর চলতি বর্ষে ৯৫ জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এবারে এইচএসসি ও সমমান পরীক্ষায় জেলার ৬৪ দশমিক ৬৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৩২৭ জন

প্রাপ্ত তথ্য মতে, জেলার ৪২টি কলেজ হতে ১০ হাজার ৭৩৫ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৬ হাজার ৯৪৩ জন। মাদ্রাসা বোর্ড থেকে আলিম পরীক্ষায় জেলায়  পাসের হার ৭৫ দশমিক ৩৫ শতাংশ। ১ হাজার ৯১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১ হাজার ৪৪০ জন। জিপিএ-৫ পেয়েছে ৭৫ জন।

এর মধ্যে, ৭৪ দশমিক ৯৬ শতাংশ পাসের হার নিয়ে জেলায়  শীর্ষস্থান ধরে রেখেছে ফেনী সদর উপজেলা।এ উপজেলার ১৯টি কলেজ হতে ৫ হাজার ৬২২ জন অংশ নিয়ে পাস করেছে ৪ হাজার ২১৪ জন। জিপিএ-৫ পেয়েছে ২৮২ জন।

২য় স্থানে রয়েছে ছাগলনাইয়া উপজেলা৷ পাসের হার ৬৮ দশমিক ৪৩ শতাংশ। এ উপজেলার ৬টি কলেজ হতে ১ হাজার ১৭২ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ৮০২ জন। জিপিএ -৫ পেয়েছেন ২৩ জন।

৩য় স্থানে রয়েছে দাগনভূঞা উপজেলা।পাসের হার ৬৩ দশমিক ৫২ শতাংশ। এ উপজেলায় ৫টি কলেজ হতে ১ হাজার ৩০২ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৮২৭ জন। জিপিএ-৫ পেয়েছেন ৯ জন।

অপরদিকে, জেলায় সর্বোচ্চ ১৭২ জন জিপিএ-৫ পেয়েছে ফেনী সরকারি কলেজ থেকে। এ কলেজ হতে ১ হাজার ৪৬১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১ হাজার ৩১৬ জন। পাসের হার ৯০ দশমিক ৮ শতাংশ।

এছাড়া, বরাবরের মতো এবারও শতভাগ জিপিএ-৫ পেয়ে জেলায় এবং কুমিল্লা শিক্ষা বোর্ডে শীর্ষে রয়েছে ফেনী গার্লস ক্যাডেট কলেজের শিক্ষার্থীরা। এ কলেজ থেকে ৫৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ জিপিএ-৫ পেয়েছে।

সরকারি-বেসরকারি অন্য কলেজগুলোর মধ্যে এবার শুধু মাত্র দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের দরবেশের হাট পাবলিক কলেজের শিক্ষার্থীরাই শতভাগ পাশ করার গৌরব অর্জন করেছে।এ কলেজটি থেকে ১২২ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশ নিয়ে ৪ জন জিপিএ- ৫ সহ শতভাগ শিক্ষার্থী পাশ করছে।

এআরএস

Link copied!