community-bank-bangladesh
Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুলাই, ২০২৪,

পবিপ্রবিতে বিশুদ্ধ বায়ু-নবায়নযোগ্য শক্তি বিষয়ে কর্মশালা

পবিপ্রবি প্রতিনিধি

পবিপ্রবি প্রতিনিধি

ডিসেম্বর ৬, ২০২৩, ১১:১৩ এএম


পবিপ্রবিতে বিশুদ্ধ বায়ু-নবায়নযোগ্য শক্তি বিষয়ে কর্মশালা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বাংলাদেশের জন্য বিশুদ্ধ বায়ু এবং নবায়নযোগ্য শক্তির উপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘দ্যা আর্থ’র সার্বিক সহযোগিতায় উক্ত কর্মশালার আয়োজন করা হয়।

মঙ্গলবার(৫ ডিসেম্বর) বিকাল তিনটায় পবিপ্রবির ইনোভেশন সেন্টারে উক্ত কর্মশালার আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক তাকিবুর রহমান ও ইকোনোমিক্স এন্ড সোশিওলজি বিভাগের অধ্যাপক সুজাহাঙ্গীর কবির সরকার। এছাড়াও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন থেকে প্রতিনিধিরা এ কর্মশালায় অংশ নেন।

এসময় বিশুদ্ধ বায়ু সম্পর্কিত আইন এর প্রয়োজনীয়তা এবং নবায়নযোগ্য শক্তি নিয়ে আলোচনা করা হয়।

এছাড়া তরুণ-তরুণীরা কিভাবে তাদের কমিউনিটিতে ভূমিকা রাখতে পারে এ সম্পর্কেও বিশদভাবে আলোচনা করা হয়।

এআরএস

Link copied!