Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বেরোবি বাঁধনের সভাপতি রাকিবুল সম্পাদক রায়হান

বেরোবি প্রতিনিধি

বেরোবি প্রতিনিধি

ডিসেম্বর ৯, ২০২৩, ১০:৫৬ এএম


বেরোবি বাঁধনের সভাপতি রাকিবুল সম্পাদক রায়হান

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শাখা ইউনিট বাঁধনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০২০ সেশেনর শিক্ষার্থী রাকিবুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন অর্থনীতি বিভাগের ২০২০-২০২১ সেশনের শিক্ষার্থী রায়হান উদ্দিন।

শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেলে অ্যাকাডেমিক ভবন-২ ভূগোল ও পরিবেশ বিজ্ঞানের গ্যালরী রুমে বার্ষিক সাধারণ সভা, দায়িত্ব হস্তান্তর ডোনার সংবর্ধনা অনুষ্ঠানে এ কমিটির ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন, সহসভাপতি রাজিয়া সুলতান রিতু, কুমার বিশ্বজিৎ। সহসাধারণ সম্পাদক মাহমুদুল হাসান জিসান,সাংগঠনিক সম্পাদক হাসান আল মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক ফাইতুল ইসলাম শোভন, কোষাধ্যক্ষ আবু সাঈদ,দপ্তর সম্পাদক নাদিমুর রহমান প্রচার ও প্রকাশনা সম্পাদক ইসরাত জাহান মিম, তথ্য ও শিক্ষা সম্পাদক নিশাত তাজনিম এছাড়া আরো অনেকে আছেন।

উল্লেখ্য, ১৯৯৭ সালের ২৪ অক্টবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে স্বেচ্ছাসেবী তরুণদের এ সংগঠন যাত্রা শুরু করলেও বেগম রোকেয়া বিশ্বদ্যিালয়ে বাঁধন যাত্রা শুরু করেছে ৯ অক্টোবর ২০১৩ সালে।

এআরএস

Link copied!