বেরোবি প্রতিনিধি
ডিসেম্বর ১৭, ২০২৩, ০৯:৫২ এএম
বেরোবি প্রতিনিধি
ডিসেম্বর ১৭, ২০২৩, ০৯:৫২ এএম
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শীতকালীন ছুটি উপলক্ষে আগামী ১৮ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর ১৩ দিনের শীতকালীন ছুটিতে যাচ্ছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)।
এসময় বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। তথ্যটি নিশ্চিত করেছেন জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আলী।
তিনি বলেন, আগামী ৩০ ডিসেম্বর থেকে অফিস খুললেও নতুন বছরের ১ জানুয়ারি থেকে যথারীতি সব ক্লাস-পরীক্ষা চালু থাকবে। তিনি আরো বলেন, নির্বাচনে ক্যাম্পাস বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ক্যাম্পাস এবং আবাসিক হল বন্ধ থাকবে কি না সে বিষয়ে জানতে চাইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট বিজন মোহন চাঁকী বলেন, ২০১৮ সালের নির্বাচনে হল বন্ধ ছিলো। এবার আবাসিক হল খোলা থাকবে। যদি পরিস্থিতি খারাপ হয় সে বিবেচনায় আমরা সিদ্ধান্ত নিবো। তবে কবে এই সিদ্ধান্ত আসবে জানান নি তিনি।
এআরএস