Amar Sangbad
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪,

বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হলেন ইউনুস আলী সিদ্দিকী

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

ডিসেম্বর ১৮, ২০২৩, ১২:৫৪ পিএম


বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হলেন ইউনুস আলী সিদ্দিকী

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেস মো.ইউনুস আলী সিদ্দিকী। তিনি ঝালকাঠি সরকারি কলেজের অধ্যক্ষ ছিলেন।

সোমবার (১৮ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীনের স্বাক্ষর করা প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেয়া হয়।

নিয়োগের শর্তে বলা হয়েছে, তিনি নিজ বেতনক্রম অনুযায়ী বেতন ভাতা গ্রহণ করবেন, তিনি পদ সংশ্লিষ্ট ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন, বোর্ড কর্তৃপক্ষ বিনা ভাড়ায় বাসস্থানের ব্যবস্থা করলে তিনি কোনো বাড়ি ভাড়া ভাতা গ্রহণ করতে পারবেন না, সরকারি বাসায় বসবাস করলে বাড়ি ভাড়াসহ যাবতীয় সরকারি পাওনা নিজ দায়িত্বে ট্রেজারি চালানের মাধ্যমে সংশ্লিষ্ট খাতে জমা প্রদান করবেন, তিনি স্ব-স্ব ক্ষেত্রে প্রযোজ্য বাধ্যতামূলক ভবিষ্য তহবিল, গোষ্ঠী বিমা ও অন্যান্য তহবিল চাঁদা প্রদান করবেন, বোর্ড কর্তৃপক্ষ সংশ্লিষ্ট বিধি অনুযায়ী তাঁর লিভ স্যালারি ও পেনশনের চাঁদা প্রদান করবেন। সরকারের প্রচলিত ও প্রণীতব্য বিধি-বিধান ও আদেশ অনুসারে তাঁর চাকরি নিয়ন্ত্রিত হবে।

প্রফেসর মো.ইউনুস আলী সিদ্দিকী ১৯৯৩ সালে বরগুনা সরকারি কলেজ প্রভাষক হিসেবে শিক্ষকতা শুরু করেন, এরপর  যশোর মাইকেল মধুসূদন কলেজ যশোর, সরকারি ফজলুর হক কলেজ চাখার ৩ বছর উপাধ্যক্ষের দায়িত্ব পালন করেন।

এছাড়া একাধিকবার ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। বরিশাল সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ, এছাড়াও শিক্ষকতা জীবনে ৩১ বছরের মধ্যে ২৩ বছর সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে  বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। 
সোমবার বিকেলেই নিজ কর্মস্থলে যোগদান করবেন বলে জানিয়েছেন প্রফেসর মো.ইউনুস আলী সিদ্দিকী।

এইচআর
 

Link copied!