Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

৪০তম বিসিএসের নন-ক্যাডার থেকে ২২৯ জনকে নিয়োগ দিয়েছে ইসি

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ১৮, ২০২৩, ০৭:০১ পিএম


৪০তম বিসিএসের নন-ক্যাডার থেকে ২২৯ জনকে নিয়োগ দিয়েছে ইসি

৪০তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ নন-ক্যাডার পদের প্রার্থীদের মধ্য হতে ২২৯ (দুইশত ঊনত্রিশ) জনকে ‍‍`সহকারী উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তা পদে এবং ১ (এক) জনকে সুপারিনটেনডেন্ট‍‍` পদে নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১৮ ডিসেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, ২২৯ কর্মকর্তাকে নিয়োগ দিয়ে সোমবার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নিয়োগপ্রাপ্তদেরকে আগামী ২৬ ডিসেম্বর সচিব, নির্বাচন কমিশন সচিবালয়, আগারগাঁও, ঢাকা বরাবর যোগদানপত্র দাখিল করার জন্য বলা হয়েছে।

আরএস

Link copied!