Amar Sangbad
ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪,

রাষ্ট্রপতির উপহারের দুটি বাস পেল সরকারি এডওয়ার্ড কলেজ শিক্ষার্থীরা

পাবনা প্রতিনিধি

পাবনা প্রতিনিধি

জানুয়ারি ৩, ২০২৪, ০৬:৫৪ পিএম


রাষ্ট্রপতির উপহারের দুটি বাস পেল সরকারি এডওয়ার্ড কলেজ শিক্ষার্থীরা
ছবি: আমার সংবাদ

পাবনার কৃতিসন্তান মাহামান্য রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মাদ সাহাবুদ্দিনের দেওয়া দুইটি বাস উপহার পেল ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষার্থীরা। 

মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে কলেজের শহীদ আব্দুস সাত্তার মিলনায়তনে বাস হস্তান্তর অনুষ্ঠান আয়োজন করা হয়। কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. মো. মাহাবুব সরফরাজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতির পুত্র সাংস্কৃতিক ব্যক্তিত্ব কেন্দ্রিয় আওয়ামী লীগ নেতা  আরশাদ আদনান রনি উপস্থিত থেকে বর্ণাঢ্য আয়োজনে বাসের হস্তান্তর করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন, ডায়াবেটিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম, শিক্ষাবিদ প্রফেসর শিবজিদ নাগ, প্রেসক্লাব সভাপতি এ বি এম ফজলুর রহমান, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, উপধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল আওয়াল, শিক্ষক পরিষদের সম্পাদক মাহাবুব হাসান সহ অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সকল বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।

এআরএস

Link copied!