Amar Sangbad
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪,

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু ২৩ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ৯, ২০২৪, ০৬:২৯ পিএম


৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু ২৩ জানুয়ারি

৪৫তম বিসিএসের স্থগিত লিখিত পরীক্ষা চলতি মাসের ২৩ জানুয়ারি শুরু হবে। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। মঙ্গলবার (৯ জানুয়ারি) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত রুটিন থেকে এ তথ্য জানা যায়।

গত ২৭ নভেম্বর থেকে ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা শুরুর কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে এ পরীক্ষা স্থগিত করার কথা জানায় পিএসসি।

এর আগে, গত ৬ জুন ৪৫তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করে পিএসসি। এতে উত্তীর্ণ হন ১২ হাজার ৭৮৯ জন। এই বিসিএসের মাধ্যমে মোট দুই হাজার ৩০৯ জন ক্যাডার নেয়া হবে। নন-ক্যাডারে নেয়া হবে এক হাজার ২২ জনকে।

তবে দুই হাজার ৩০৯ ক্যাডারের মধ্যে সবচেয়ে বেশি ৫৩৯ জন নিয়োগ হবে স্বাস্থ্য ক্যাডারে। এরপর ৪৩৭ জন নিয়োগ পাবেন শিক্ষা ক্যাডারে। এ ছাড়া পুলিশে ৮০, কাস্টমসে ৫৪ ও প্রশাসনে ২৭৪ জনকে নিয়োগ দেয়া হবে।

আরএস

Link copied!