Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

রাজশাহী বিশ্ববিদ্যালয়

আগাছা পোড়ানোর আগুনে পুড়লো শতাধিক গাছ

রাবি প্রতিনিধি

রাবি প্রতিনিধি

জানুয়ারি ১১, ২০২৪, ১১:৫৫ এএম


আগাছা পোড়ানোর আগুনে পুড়লো শতাধিক গাছ
ছবি: আমার সংবাদ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কৃষি প্রকল্পের জমিতে থাকা আগাছা পোড়াতে গিয়ে শতাধিক গাছ পুরে গিয়েছে। আগুনে মেহগনি ও শিশু প্রজাতির গাছ পুড়ে মারা গেছে।

বিশ্ববিদ্যালয়ের পূর্বপাড়া আবাসিক এলাকার পিছনে থাকা কৃষি প্রকল্পে এ ঘটনা ঘটেছে। পোড়া যাওয়া গাছের পাতা ধীরে ধীরে ঝড়ে পড়তে শুরু করেছে।

সরেজমিন ঘুরে দেখা যায়, এই কৃষি প্রকল্পে প্রায় তিনশতাধিক গাছ আছে। এর মধ্যে ২৮০টিরও বেশি মেহগনি গাছ। বাকিগুলো শিশু গাছ ও হাতে গোনা কয়েকটি অন্য প্রজাতির গাছ আছে। আগাছা নিধনের আগুনে প্রায় শতাধিক গাছ ক্ষতিগ্রস্থ হয়েছে। এর মধ্যে মেহগনি গাছই বেশি।

এ ছাড়া তিন-চার বছর আগে গাছগুলো লাগানো হলেও অনেক গাছের পরিপূর্ণ বৃদ্ধি হয়নি। এতে ছোট আকৃতির মেহগনি গাছগুলোর সব পাতা পুড়ে গেছে। ধীরে ধীরে এগুলো ঝড়ে পড়তে দেখা গেছে। তবে পোড়তে বাদ যায়নি বড় আকৃতির শিশু গাছের পাতা। কয়েকটি শিশু গাছের পাতা পুড়ে ঝড়ে গেছে। বেশকিছু গাছের গোড়ায় আগুনের তাপের ছাপও স্পষ্ট বোঝা যাচ্ছে।

এবিষয়ে কৃষি প্রকল্পের দায়িত্বে থাকা অতিরিক্ত প্রধান প্রকৌশলী ইমরান আলী বলেন, গাছ মারা যায়নি। গাছে ঔষুধ দেওয়া হয়েছে। পরে গাছ ঠিক হয়ে যাবে।

কৃষি প্রকল্পের দায়িত্বে থাকা নিরাপত্তা প্রহরী রমজান আলী বলেন, তিন-চার বছর আগে প্রায় ৩০ বিঘা জমিতে তিনশতাধিক মেহগনি ও শিশু গাছ লাগানো হয়েছিল। গাছগুলোর ফাঁকা জায়গায় প্রতিবছর আখ চাষ করা হয়। এবছর আখ চাষের ফলন ওঠার পরে জমিতে থাকা আগাছা পরিষ্কার করতে প্রায় ১৫ দিন আগে আগুন দেওয়া হয়েছিল।

গাছ পুড়ে যাওয়ার ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞানের অধ্যাপকরা বলছেন, আগুনের কারণে গাছের পাতা পুড়ে মারা যায়। এতে গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়েছে। এমনকি অনেক সময় গাছ মারাও যায়।

এআরএস

Link copied!