Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

নতুন শিক্ষামন্ত্রীকে অভিনন্দন ও বিদায়ীকে ধন্যবাদ জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১২, ২০২৪, ০৮:৩৫ পিএম


নতুন শিক্ষামন্ত্রীকে অভিনন্দন ও বিদায়ীকে ধন্যবাদ জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের

নবনিযুক্ত শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে স্বাগত ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। শুক্রবার এক অভিনন্দন বার্তায় উপাচার্য নতুন শিক্ষামন্ত্রীকে শুভেচ্ছা জানান এবং তাঁর নেতৃতে শিক্ষার গুণগত মান নিশ্চিতে নতুন দিগন্তের সূচনা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

একই বার্তায় উপাচার্য বিদায়ী শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে ধন্যবাদ জানান। দীর্ঘদিন তিনি শিক্ষায় রূপান্তরের নবধারায় নেতৃত্ব দিয়ে শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করায় দক্ষতা ও সফলতা দেখিয়েছেন বলেও জানান উপাচার্য। শিক্ষামন্ত্রী হিসেবে অর্জিত অভিজ্ঞতা তাঁর পেশাগত জীবনে আরো বেশি উৎকর্ষতার স্বাক্ষর বয়ে আনবে বলে অভিমত ব্যক্ত করেন উপাচার্য ড. মশিউর রহমান।

অভিনন্দন বার্তায় উপাচার্য ড. মশিউর রহমান আরও বলেন, ‘শিক্ষায় রূপান্তর ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীসহ শিক্ষার গুণগত মান নিশ্চিতে নবনিযুক্ত শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং বিদায়ী শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি যৌথভাবে যে কাজ করেছেন তাতে ইতোমধ্যে ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে।  এসব এক্ষেত্রে তাঁদের নেতৃত্ব ছিল প্রশংসনীয়। উপাচার্য বিদায়ী শিক্ষামন্ত্রীর অবদানের জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান।’

নতুন শিক্ষামন্ত্রীকে স্বাগত জানিয়ে অভিনন্দন বার্তায় উপাচার্য আরও বলেন, ‘শিক্ষামন্ত্রণালয়ে উপমন্ত্রী হিসেবে তিনি যে কাজ করেছেন তা ছিল প্রশংসনীয়। এই পদে থেকে তিনি যে অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করেছেন তা নতুন দায়িত্ব পালনে আরও বেশি সহায়ক হবে। শিক্ষায় রূপান্তরের ধারাবাহিকতায় শিক্ষা ব্যবস্থাপনায় নতুন নতুন ধারণা তিনি নিয়ে এসেছেন।

আগামী দিনে তাঁর দক্ষ ও প্রাজ্ঞ নেতৃত্বে তা এগিয়ে যাবে এবং সেটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিক্ষা দর্শন বাস্তবায়নে সত্যিকার অর্থেই প্রভাব ফেলতে সক্ষম হবে। এর মধ্য দিয়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিক্ষা দর্শন ও সমাজ উন্নয়ন বিশ্বব্যাপী সমাদৃত করার ক্ষেত্র তৈরি হবে।’

উপাচার্য ড. মশিউর রহমান আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘বাংলাদেশের স্মার্ট নাগরিক গড়তে জাতীয় বিশ্ববিদ্যালয়সহ বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের চতুর্থবারের ধারাবাহিকতায় এসে প্রধানমন্ত্রীর নির্দেশনায় নবনিযুক্ত শিক্ষামন্ত্রী শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী, সৃজনশীল ও বিশ্বমানের শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠায় অগ্রভাগে থেকে নেতৃত্ব দেবেন।’

এইচআর

Link copied!