Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

রাবিতে প্রক্টরিয়াল বডির অভিযানে মাদক সরঞ্জামসহ আটক ৮

রাবি প্রতিনিধি

রাবি প্রতিনিধি

জানুয়ারি ২১, ২০২৪, ০৯:৫১ এএম


রাবিতে প্রক্টরিয়াল বডির অভিযানে মাদক সরঞ্জামসহ আটক ৮
ছবি: আমার সংবাদ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রক্টরিয়াল বডির অভিযানে মাদক সেবনের সরঞ্জামসহ কয়েকটি অভিযোগে ৮জন বহিরাগতকে আটক করেছে প্রশাসন।

শনিবার (২০ জানুয়ারি) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এছাড়া এ সময় লাইসেন্স না থাকায় ও গতিবিধি না মানায় ৪টি মোটরসাইকেল আটক করা হয়।

প্রক্টরিয়াল বডি সূত্রে জানা যায়, আজ বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৮ জনকে আটক করা হয়। এদের মধ্যে ৭ জন স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী। তারা বিভিন্ন শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত ছিল।  অন্য একজন মো. জয় দিনমজুরির কাজের সাথে জড়িত। তিনি বিশ্ববিদ্যালয়ের পাশের এলাকা মেহেরচণ্ডীর করইতলার ইউনুস আলীর ছেলে। তাকে মাদক সেবনের সরঞ্জামসহ  কৃষি অনুষদের পেছনের পুকুরপাড় থেকে আটক করা হয়। এ সময় তার সাথে থাকা আরও ৮-১০ জন মাদকসেবী দৌড়ে পালিয়ে যায়।

প্রক্টরিয়াল বডির অভিযানে ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পুরঞ্জিত মহালদার। অভিযানের বিষয়ে তিনি বলেন, আমাদের অভিযানে ৮জনকে আমরা আটক করেছি। তাদের মধ্যে ৪ জনকে মুচলেকা নিয়ে তাৎক্ষণাৎ ছেড়ে দিয়েছি। আরো ৩ জন আমাদের কাছে আছে। তাদের অভিভাবকদের সাথে যোগাযোগ করে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। তবে যার কাছে মাদক সেবনের সরঞ্জাম ছিল, আমরা তাকে থানায় সোপর্দ করেছি। আমরা যে ৪টি গাড়ি আটক করেছিলাম তার মধ্যে দুটি থানায় দিয়েছি। বাকি দুটি গাড়ি চালকদের অভিভাবকের মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছি।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আসাবুল হক বলেন, বর্তমানে আমাদের ক্যাম্পাসে বহিরাগতদের অনৈতিক কর্মকান্ড একটি বড় সমস্যা। আমরা তাদের বিরুদ্ধে আগেও অভিযান চালিয়েছি এখনও চালাচ্ছি। সকল ধরনের অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

এআরএস

Link copied!