নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২৪, ২০২৪, ০৭:১৯ পিএম
নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২৪, ২০২৪, ০৭:১৯ পিএম
মেডিকেল ভর্তি যুদ্ধে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি ভর্তি পরীক্ষায় আবেদন পড়েছে এক লাখ ৪৪ হাজার। মেডিকেল ভর্তি পরীক্ষার আবেদন সময় সীমা মঙ্গলবার (২৩ জানুয়ারি) শেষ হলেও আবেদন ফি জমা দেয়া যাবে বুধবার (২৪ জানুয়ারি) রাত ১২ টা পর্যন্ত।
বুধবার (২৪ জানুয়ারি) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর এসব তথ্য জানিয়েছেন।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্যমতে, দেশের সরকারি মেডিকেল কলেজগুলোতে ২০২৩-২৪ সেশনে মোট আসন রয়েছে পাঁচ হাজার ৩৮০টি। সে হিসাবে প্রায় ১৯ জন আসনপ্রতি লড়বে।
আর বেসরকারি মেডিকেলে আসন রয়েছে ছয় হাজার ১৬৮টি। সব মিলিয়ে ১১ হাজার ৫৪৮টি আসনের জন্য ভর্তিযুদ্ধে লিপ্ত হবেন শিক্ষার্থীরা। সেক্ষেত্রে আসনপ্রতি প্রায় নয়জন পরীক্ষায় বসবেন।
এই্চআর