Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

তরুণ প্রজন্মকে পরিবর্তিত বিশ্বব্যবস্থায় নজর রাখার আহ্বান উপাচার্যের

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ২৮, ২০২৪, ০৯:৩৭ পিএম


তরুণ প্রজন্মকে পরিবর্তিত বিশ্বব্যবস্থায় নজর রাখার আহ্বান উপাচার্যের

চতুর্থ শিল্পবিপ্লব পরবর্তী নতুন বিশ্বব্যবস্থার দিকে শিক্ষার্থীদের নজর রাখার আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। তিনি বলেন,  ‘চতুর্থ শিল্পবিপ্লব, বর্তমান বাস্তবতা এবং পরিবর্তিত বিশ্বব্যবস্থার যে স্বরূপ অনুমেয় হচ্ছে সে বিবেচনায় আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স থেকে শুরু করে আগামী দিনে বহুবিদ কর্মক্ষেত্রের যে সুযোগ ঘটবে বাংলাদেশের মেধাবী তরুণদের সেদিকে নজর রাখতে হবে।’

২৭ জানুয়ারি শনিবার রাজধানীর মতিঝিলে ঐতিহ্যবাহী নটর ডেম কলেজের ৭৫ বছর পূর্তি উপলক্ষে কলেজ ক্যাম্পাস প্রাঙ্গণে তিন দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানের সমাপনী দিনে ‘উৎসব বক্তার’ বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য ড. মশিউর রহমান। তিনি এই কলেজেরই একজন কৃতী নটরডেমিয়ান।

দেশের প্রখ্যাত সমাজবিজ্ঞানী ড. মশিউর রহমান বলেন, ‘আধুনিক বিষয়গুলোর পাশাপাশি শিক্ষার্থীদের বিজ্ঞান, শিল্পকলা, সাহিত্য-সংস্কৃতি চর্চায় নব নব উদ্যোগে এগিয়ে যেতে হবে। কোভিড উত্তর পৃথিবীতে যে যুদ্ধ বাস্তবতা এসেছে সেটি ছিল অনাকাক্সিক্ষত। বিশ্বকে যেন নতুন কোনো যুদ্ধের দিকে না ধাবিত হতে হয়। বাংলাদেশ যে মানবিক শক্তিতে বলীয়ান সেই আত্মশক্তিতে দেশপ্রেমিক হয়ে শিক্ষার্থীদের গড়ে উঠতে হবে।’

শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, ‘নটর ডেম কলেজ প্রাচ্য এবং পাশ্চাত্য সংস্কৃতির সঙ্গে পরিচিত হয়েও প্রাচ্য সংস্কৃতিকেই এগিয়ে নিয়ে যাচ্ছে। এই ধারাবাহিকতা অব্যাহত রাখা আবশ্যক।’

এই আয়োজনের শুরু হয় জাতীয় সংগীত ও উদ্বোধনী নৃত্যের মধ্যদিয়ে। উপাচার্য ড. মশিউর রহমান অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় কলেজ অধ্যক্ষ ড. হেমন্ত পিউস রোজারিও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পর্বতারোহী এম এ মুহিত, ঢাকা ডায়োসিসের আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ, হলিক্রস উপাসকম-লীর সুপিরিয়র জেনারেল ব্রাদার পল বেদনার্জিক, ব্রি. জে. (অব.) শাফায়েত উল্লাহ। স্বাগত-বক্তৃতায় কলেজ অধ্যক্ষ গত দুইদিনের কার্যক্রম তুলে ধরেন।

আরএস

Link copied!