Amar Sangbad
ঢাকা বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪,

শিখনকালীন মূল্যায়নে এনসিটিবির নির্দেশনা মানার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ১, ২০২৪, ০৬:৩৪ পিএম


শিখনকালীন মূল্যায়নে এনসিটিবির নির্দেশনা মানার নির্দেশ

ষষ্ঠ থেকে নবম শ্রেণির বিষয়ভিত্তিক শিখনকালীন মূল্যায়ন ট্যুলসের কিছু পরিবর্তন এনেছে জাতীয় পাঠ্যপুস্তক ও মূল্যায়ন বোর্ডের (এনসিটিবি)। এনসিটিবির প্রণীত নির্দেশনা মানার নির্দেশ দিয়েছে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

সম্প্রতি মাউশির এস এম জিয়াউল হায়দার হেনরী সহকারী পরিচালক (মাধ্যমিক-২) স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মাউশির নির্দেশনায় বলা হয়, উপর্যুক্ত বিষয় ও সূত্রের আলোকে জানানো যাচ্ছে যে, নতুন কারিকুলাম যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে শিখনকালীন মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য ষষ্ঠ ও সপ্তম শ্রেণির জন্য পূর্বের পারদর্শিতার নির্দেশকসমূহের (PI) পরিমার্জন করে নতুন করে প্রণয়ন করা হয়েছে।

এছাড়াও অষ্টম ও নবম শ্রেণির জন্য পারদর্শিতার নির্দেশকসমূহ (PI) প্রণয়ন করে যষ্ঠ থেকে নবম শ্রেণির জন্য বিষয়ভিত্তিক শিখনকালীন মূল্যায়ন ট্যুলস ও নির্দেশনা এনসিটিবি কর্তৃক প্রস্তুত করা হয়েছে।

এমতাবস্থায়, এনসিটিবি কর্তৃক প্রস্তুতকৃত বিষয়ভিত্তিক মূল্যায়ন ট্যুলস ও নির্দেশনা অনুসরণপূর্বক ষষ্ঠ থেকে নবম শ্রেণিতে শিখনকালীন মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এইচআর

Link copied!