Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪,

৬-৮ ফেব্রুয়ারি শিক্ষাপ্রতিষ্ঠানে এক ঘণ্টার কোডিং ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ৩, ২০২৪, ০৬:৩৫ পিএম


৬-৮ ফেব্রুয়ারি শিক্ষাপ্রতিষ্ঠানে এক ঘণ্টার কোডিং ক্যাম্পেইন
প্রতীকী ছবি

মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের এক ঘণ্টা করে কোডিং ক্যাম্পেইন করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (মাউশি)। সম্প্রতি মাউশির সহকারী পরিচালক জিয়াউল হায়দার হেনরী সই করা বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।

জানা যায়, ডিজিটাল দক্ষতা উন্নয়ন ও সমস্যা সমাধানে আগ্রহী করে গড়ে তোলার জন্য এ ক্যাম্পেইন করা হবে। এ সংক্রান্ত মডিউল শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।

উপযুক্ত বিষয় ও সূত্রের আলোকে জানানো যাচ্ছে যে, ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশের স্মার্ট সিটিজেন তৈরি করতে শিক্ষার্থীদের সমস্যা সমাধানে দক্ষ করে গড়ে তোলা অপরিহার্য। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের মধ্যে ডিজিটাল দক্ষতা উন্নয়ন ও সমস্যা সমাধানে আগ্রহী করে গড়ে তুলতে আগামী ৬-৮ ফেব্রুয়ারি প্রতিদিন এক ঘণ্টা করে কোডিং ক্যাম্পেইন ‘Hour of Code’ আয়োজন করার জন্য অনুরোধ করা হলো।

উল্লেখ্য, ‘Hour of Code’ আয়োজন সংক্রান্ত মডিউলেগুলো এবং ইভেন্টে অংশগ্রহণের বিস্তারিত পদ্ধতি সংযুক্ত করা হলো।

ইএইচ

Link copied!