Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

এমপিওভুক্ত শিক্ষকদের জানুয়ারি মাসের বেতন ছাড়

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ৪, ২০২৪, ০৪:০৯ পিএম


এমপিওভুক্ত শিক্ষকদের জানুয়ারি মাসের বেতন ছাড়
প্রতীকী ছবি

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন-ভাতার সরকারি অংশের ৮টি চেক সরকারি ব্যাংকে পাঠানো হয়েছে।

রবিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপ-পরিচালক বিপুল চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংকের শাখা থেকে জানুয়ারি মাসের বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।

অগ্রণী ও রূপালী ব্যাংক পিএলসির প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক পিএলসির স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩-২৪ অর্থবছরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন-ভাতার সরকারি অংশের টাকার চেক এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (স্কুলও কলেজ) শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার সরকারি অংশের ৮ টি চেক সংশ্লিষ্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে (অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী) হস্তান্তর করা হয়েছে।

ইএইচ

Link copied!