Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

নজরুল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ফেব্রুয়ারি ৬, ২০২৪, ০৮:০২ পিএম


নজরুল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ছাত্রলীগর দু’গ্রুপের সংঘর্ষ চলাকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সকল সাংবাদিক। এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত সম্পন্ন করে দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানানা হয়।

মঙ্গলবার দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা ভাস্কর্যের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের কর্মরত সাংবাদিকদের পাশাপাশি ত্রিশাল প্রেসক্লাব, ত্রিশাল রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ এবং ময়মনসিংহে কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা সংহতি জানিয়ে বক্তব্য দেন।

মানববন্ধনে বক্তারা দিনের আলোয় প্রকাশ্যে দুই সাংবাদিকের ওপর ছাত্রলীগের নগ্ন হামলার ঘটনায় প্রশাসনের নীরব ভূমিকার কড়া সমালোচনা করেন।

এ সময় বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে চিহ্নিত অপরাধীদের স্থায়ী বহিষ্কার ও সনদ বাতিল, গণমাধ্যমে সিসিটিভি ফুটেজ প্রদান, গণমাধ্যমে প্রশাসনের বিতর্কিত বক্তব্য প্রত্যাহারের দাবি জানান।

পরবর্তীতে পাঁচ দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের স্বাক্ষরসহ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

ইএইচ

Link copied!