Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

নোবিপ্রবিতে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’ বিষয়ক সেমিনার

নোবিপ্রবি প্রতিনিধি

নোবিপ্রবি প্রতিনিধি

ফেব্রুয়ারি ৭, ২০২৪, ০৯:৪৭ পিএম


নোবিপ্রবিতে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’ বিষয়ক সেমিনার

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষক-কর্মকর্তাদের অংশগ্রহণে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ বিষয়ক’ দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলে (আইকিউএসি) আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে ছিলেন- বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন।

সেমিনারে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর এবং রেজিস্ট্রার মো. জসীম উদ্দিন।

নোবিপ্রবি আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. ফিরোজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল বক্তা ছিলেন- ইউজিসির আইএম সিটি বিভাগের পরিচালক ড. সুলতান মাহমুদ ভুঁইয়া।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, আইআইটি পরিচালক ও এপিএ টিম লিডার অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম হোসেন, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. ফিরোজ আহমেদ।

সেমিনার সঞ্চালনায় ছিলেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক মো. মুহাইমিনুল ইসলাম সেলিম।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘দক্ষতা অর্জনের মাধ্যমেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের প্রত্যেকে নিজেদের গড়ে তুলতে হবে। সারাদেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ে বর্তমানে ৫০ লাখ তরুণ রয়েছে, আগামী বছরগুলোতে এ সংখ্যা দাঁড়াবে ১ কোটিতে। এ বিশাল জনগোষ্ঠীকে আমরা যদি বিশেষ বিশেষ ক্ষেত্রে দক্ষ করে, যুগের চাহিদামতো উপযোগী করে নিতে পারি-তবেই বাংলাদেশ স্মার্ট হবে । এছাড়া দক্ষ জনবল তৈরি করে আমরা বিদেশে পাঠাতে পারি।’

নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫২ সালে মাতৃভাষা বাংলার মর্যাদার জন্য ভাষা সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের হাতিয়ার হলো মাতৃভাষার জয়। আজকে ফেব্রুয়ারি মাসে আমি মহান ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি।’

ইএইচ

Link copied!