Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বেরোবি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফিরোজ, সম্পাদক তাপস

বেরোবি প্রতিনিধি

বেরোবি প্রতিনিধি

ফেব্রুয়ারি ৮, ২০২৪, ০৩:৪৯ পিএম


বেরোবি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফিরোজ, সম্পাদক তাপস

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) অফিসার্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মো. ফিরোজুল ইসলাম সভাপতি ও তাপস কুমার গোস্বামী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বুধবার প্রধান নির্বাচন কমিশনার আলী হাসান ও নির্বাচন কমিশনার আতিকুর রহমান মিলন ও মেরাজ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি পদে ড. মো. জিয়াউল হক, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ আল আসাদ, কোষাধ্যক্ষ জহুরুল ইসলাম, দপ্তর ও প্রচার সম্পাদক আবু তাহের মোস্তফা আল আরিফ, ক্রিয়া ও সংস্কৃতি বিষয়ক সাকিনা আক্তার সীমা, সমাজ কল্যাণ সম্পাদক এ কে এম রাহিমুল ইসলাম।

এছাড়াও সদস্য পদে মোর্শেদ উল আলম রনি, মোস্তাফিজুর রহমান মন্ডল, মোহাম্মদ আলী, মাসুদার রহমান, মোবাশ্বেরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

এইচআর
 

Link copied!