Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

একসাথে সমৃদ্ধির স্লোগান নিয়ে

কোচ কাঞ্চন অ্যাকাডেমির মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক:

নিজস্ব প্রতিবেদক:

ফেব্রুয়ারি ১১, ২০২৪, ১২:৩১ পিএম


কোচ কাঞ্চন অ্যাকাডেমির মিলনমেলা

দেশের ই-লার্নিং ইতিহাসে অ্যালামনাইদের নিয়ে সবচেয়ে বড় মিলনমেলা হলো রাজধানী ঢাকায়।‍‍ ‘একসাথে সমৃদ্ধি‍‍’ (Thrive Together) থিমের উপর ভিত্তি করে শনিবার রাজধানীর ফরটিস ডাউনটাউন রিসোর্টের মিলনায়তন এবং বিশাল উন্মুক্ত মঞ্চে অ্যালামনাই আপলিফট প্রোগ্রাম আয়োজন করে কোচ কাঞ্চন।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কোচ কাঞ্চন অ্যাকাডেমির পাঁচ শতাধিক অ্যালামনাইরা অংশ নেন। তাদের মধ্যে রয়েছেন তরুণ উদ্যোক্তা, কর্পোরেট লিডার, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, চিকিৎসক, প্রকৌশলী ও আইনজীবী। 

দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম ভাগে সকালে ব্রেইন সায়েন্স এর উপর স্পেশাল সেশন নেন একাডেমি প্রতিষ্ঠাতা, বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক হ্যাপিনেস কোচ ও ব্রেইন ট্রেইনার কোচ কাঞ্চন।

দ্বিতীয় অংশে বাংলাদেশের জনপ্রিয় ও লিংডিং বিজনেস মেন্টর , দুইবারের রকমারি বেস্টসেলার লেখক কোচ কাঞ্চনের পঞ্চম বই “ক্যাশ মেশিন” এর উদ্বোধন হয়।। সন্ধ্যায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে অ্যাকাডেমির বিভিন্ন পর্যায়ের ১০ জন প্রশিক্ষণার্থীদের ‍‍‘স্টুডেন্ট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড‍’ এবং ৫ জনকে ‍‍‘এমপ্লয়ি অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড‍‍’ দেয়া হয়।

মিলনমেলায় সমবেতদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে  কোচ কাঞ্চন বলেন, “আমি অনেক লস করে ট্র্যাজেডির মধ্য দিয়ে আজকের সফল অবস্থানে এসেছি। আমি চাইনা আমার মতো আপনারাও এতো কষ্ট করেন। তাইতো আমার সব লার্নিং আপনাদের সাথে প্রতিনিয়ত শেয়ার করছি। এই মহা মিলনমেলা বাংলাদেশের ই-লার্নিং ইতিহাসে এক নতুন ইতিহাসের সূচনা করলো। ইতিহাসের এই পথ বেয়েই আমরা এগিয়ে যেতে চাই বহুদূর। এই আয়োজন ই-লার্নিং সম্বন্ধে মানুষের আস্থা বাড়াবে।

তিনি বলেন, আমরা অনলাইন ট্রেইনিং আরও প্রসারিত করে অ্যালামনাই’র সংখ্যাকে খুব দ্রুতই পরিণত করতে চাই এক কোটিতে। যেন বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা সকল উদ্যোক্তা ও স্ট্রাগলিং মানুষগুলো কোচ কাঞ্চন অ্যাকাডেমির মাধ্যমে সঠিক দিক নির্দেশনা, স্কিল ডেভেলপমেন্ট এবং পরিপূর্ণ কোচিং-এর মাধ্যমে ঘুরে দাঁড়াতে ও  দেশ এবং জাতিকে এগিয়ে নিতে পারে। নিজেরা হ্যাপিয়ার ও হেলদিয়ার লাইফ লিড করতে পারেন।

অনুষ্ঠানে এক লক্ষ কোটিপতি তৈরির ঘোষণাও দেন কোচ কাঞ্চন। তিনি মনে করেন দক্ষ উদ্যোক্তা তৈরি করা গেলে দেশের অর্থনীতি পালটে দেয়া সম্ভব। 

দশ লক্ষ দক্ষ উদ্যোক্তা তৈরির মিশনে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে কোচ কাঞ্চন টিম। 

২০১৮ সাল থেকে এ পর্যন্ত ৩০ হাজারেরও বেশি প্রশিক্ষণার্থী কোচ কাঞ্চন অ্যাকাডেমির বিভিন্ন সেশনে অংশগ্রহণ করে উপকৃত হয়েছে। কোচ কাঞ্চনের বই পড়েছেন ৫০ হাজারেরও বেশি পাঠক। কোচ কাঞ্চন অ্যাকাডেমির এই মেগা মিলনমেলা ছিল পারস্পরিক সুসম্পর্ক তৈরি ও হাতে হাত ধরেই এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ।

বিআরইউ
 

Link copied!