Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় প্রথম মুনতাকা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ১১, ২০২৪, ০৪:০৫ পিএম


মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় প্রথম মুনতাকা

২০২৩-২৪ শিক্ষাবর্ষের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।ফলাফলে প্রথম হয়েছেন তানজিম মুনতাকা সর্বা। 

রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে পরীক্ষার ফল ঘোষণা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।

জানা গেছে, প্রথম হওয়া তানজিম মুনতাকা সর্বা সর্বমোট ৯২.৫ নম্বর পেয়েছেন। রাজধানীর হলিক্রস কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন তিনি।

২০২৩-২৪ শিক্ষাবর্ষে মেডিকেলের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন এক লাখ দুই হাজার ৩৬৯ জন। পাস করেছেন ৪৯ হাজার ৯২৩ জন শিক্ষার্থী। পাসের হার ৪৭.৮৩ শতাংশ।

এর আগে, গত ৯ ফেব্রুয়ারি সারা দেশের ১৯ কেন্দ্রের ৪৪টি ভেন্যুতে সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এইচআর
 

Link copied!