Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থীর জন্য জবিতে গান গাইবেন তাসরিফ

জবি প্রতিনিধি

জবি প্রতিনিধি

ফেব্রুয়ারি ১২, ২০২৪, ১০:৩৮ এএম


ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থীর জন্য জবিতে গান গাইবেন তাসরিফ

ব্লাড ক্যান্সারে (নন- হজ্জকিন লিম্ফোমা) ক্যান্সারে আক্রান্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জহির উদ্দিন শাখাওয়াতের চিকিৎসার অর্থ সংগ্রহের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ে গান গাইবেন তাসরিফ খান ও তার ব্যান্ডদল কুঁড়েঘর।

আগামী ২৮ ফেব্রুয়ারি (বুধবার) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ প্রাঙ্গণে এ কনসার্ট অনুষ্ঠিত হবে।

শুধু কুঁড়েঘরই নয় কনসার্টে মেট্রোলাইফ, ODD Signature, প্রতিবিম্ব, চান্দের গাড়িসহ জনপ্রিয় ব্যান্ডদলগুলো অংশ নিবে।
আয়োজকদের হয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল শাহরিয়ার শাওন বলেন, জহির ভাইয়ের চিকিৎসার অর্থ সংগ্রহের জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি। উনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ওনার চিকিৎসার জন্য প্রায় বিশ লাখ টাকার প্রয়োজন। এ কথা ভেবেই আমরা উদ্যোগ নিয়েছি। তাসরিফ ভাই সাড়া দিয়েছেন।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষার্থীদের জন্য ১০০ টাকা ও বহিরাগতদের জন্যে ১৫০ টাকা টিকেট মূল্য নির্ধারণ করা হয়েছে।

ইএইচ

Link copied!