Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বঙ্গবন্ধুর ম্যুরালে বেরোবি অফিসার্স অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বেরোবি প্রতিনিধি

বেরোবি প্রতিনিধি

ফেব্রুয়ারি ১২, ২০২৪, ১০:৫৮ এএম


বঙ্গবন্ধুর ম্যুরালে বেরোবি অফিসার্স অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা
ছবি: আমার সংবাদ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল এবং প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়ার সমাধিসৌধে ফুলেল শ্রদ্ধা জানিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) অফিসার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটি।

অফিসার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি মো. ফিরোজুল ইসলাম ও সাধারণ সম্পাদক তাপস কুমার গোস্বামীর নেতৃত্বে রবিবার শ্রদ্ধা জানায় নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন- অ্যাসোসিশনের সহ-সভাপতি ড. মো. জিয়াউল হক, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ আল আসাদ রুবেল, কোষাধ্যক্ষ জহুরুল ইসলাম, দপ্তর ও প্রচার সম্পাদক আবু তাহের মোস্তফা আল আরিফ, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সাকিনা আক্তার সীমা, সমাজ কল্যাণ সম্পাদক এ কে এম রাহিমুল ইসলাম।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন- অ্যাসোসিশনের সদস্য মোর্শেদ উল আলম রনি, মোস্তাফিজুর রহমান মন্ডল, মোহাম্মদ আলী, মাসুদার রহমান, মোবাশ্বেরুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের অন্যান্য সদস্যদের এবং দেশ ও জাতির জন্য দোয়া করা হয়।

ইএইচ

Link copied!