Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কমেছে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ১২, ২০২৪, ০৩:৫২ পিএম


বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কমেছে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা
ছবি: সংগৃহীত

দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৩১৭ জন। ২০২১ সাল থেকে ২০২২ সালের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা পর্যালোচনায় এসব তথ্য জানা গেছে।

সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ৪৯তম বার্ষিক প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ২০২২ সালে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা ছিল ১২৮৭ জন। এর মধ্যে ছাত্র সংখ্যা ১ হাজার ২৭ জন। ছাত্রী সংখ্যা ২৬০। ২০২১ সালে বিদেশি শিক্ষার্থী সংখ্যা ছিল ১৬০৪ জন।

অর্থাৎ ২০২১ সালের তুলনায় ২০২২ সালের সালে বিদেশি শিক্ষার্থী কমেছে ৩১৭ জন।

ইএইচ

Link copied!