Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

রমজানে বন্ধ থাকবে মাদ্রাসা

নিজস্ব প্রতিবেদক:

নিজস্ব প্রতিবেদক:

ফেব্রুয়ারি ১২, ২০২৪, ০৪:৫৮ পিএম


রমজানে বন্ধ থাকবে মাদ্রাসা
ছবি: সংগৃহীত

পুরো রমজান মাস জুড়ে সরকারি-বেসরকারি (স্বতন্ত্র ইবতেদায়ী, দাখিল, আলিম, ফাজিল ও কামিল) মাদ্রাসা বন্ধ থাকবে। 

সোমবার (১১ ফেব্রুয়ারি) কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ উপসচিব হাসিনা আক্তার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানায়।

 ছুটির তালিকা থেকে জানা যায়, আগামী ৭ই মার্চ থেকে ১৮ই এপ্রিল পর্যন্ত প্রবিত্র রমজান ও ঈদুল ফিতরসহ অন্যান্য কারণে মাদ্রাসা বন্ধ থাকবে।

প্রজ্ঞাপন থেকে জানা যায়, দেশের ৩টি সরকারি-বেসরকারি (স্বতন্ত্র ইবতেদায়ী, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসা সমূহের জন্য ২০২৪ সালের ছুটির তালিকা অনুমোদন জ্ঞাপন করা হলো।

উল্লেখ্য, এর আগে রমজান মাস উপলক্ষ্যে প্রাথমিক ও মাধ্যমিক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে স্ব স্ব অধিদপ্তর।

বিআরইউ

Link copied!