Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ঢাবিতে পর্দা নামল ‘আমার ভাষা’ চলচ্চিত্র উৎসবের

ঢাবি প্রতিনিধি

ঢাবি প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৭, ২০২৪, ১০:০০ এএম


ঢাবিতে পর্দা নামল ‘আমার ভাষা’ চলচ্চিত্র উৎসবের

পর্দা নেমেছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আয়োজিত ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪৩০’ শীর্ষক চলচ্চিত্র উৎসবের।

প্রতি বছরের মতো এবারও ফেব্রুয়ারি মাসে বাংলা ভাষা আন্দোলনের শহিদদের স্মরণে বাংলা ভাষার চলচ্চিত্র নিয়ে দুই বাংলার সমসাময়িক ও ধ্রুপদী ২০টি চলচ্চিত্র ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে উৎসবের ২২তম আসর। পাঁচ দিনব্যাপী এই আয়োজনের শেষ দিন ছিল আজ।  
প্রতিবারের মতো উপমহাদেশের প্রথম চলচ্চিত্রকার হীরালাল সেন স্মরণে অনুষ্ঠিত হয়েছে ‘হীরালাল সেন পদক’ প্রদান এবং সমাপনী অনুষ্ঠান।

এবারের আসরে হীরালাল সেন পদকের জন্য মনোনীত চলচ্চিত্রগুলো হল: ‘আদিম’, ‘বাড়ির নাম শাহানা’ এবং ‘প্রহেলিকা’।

বিকাল সাড়ে ৪টায় টিএসসি প্রাঙ্গণে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা, উপস্থাপক এবং সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, টেলিভিশন বিজ্ঞাপন এবং চলচ্চিত্র নির্মাতা পিপলু খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক কাবেরী গায়েনসহ অন্যান্য চলচ্চিত্র কলাকুশলী ও ব্যক্তিরা।

ইএইচ

Link copied!