Amar Sangbad
ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫,

ঢাবিতে বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীর পুরস্কার বিতরণ

ঢাবি প্রতিনিধি

ঢাবি প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৮, ২০২৪, ০৯:৪১ পিএম


ঢাবিতে বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীর পুরস্কার বিতরণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের উদ্যোগে বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীর  পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিল্পকর্ম প্রদর্শনীর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল আলীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- ইমেরিটাস অধ্যাপক রফিকুন নবী এবং চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন।

উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বিজয়ীদের ধন্যবাদ জানিয়ে বলেন, সমাজ ও দেশ পরিবর্তনে শিল্পকর্ম হচ্ছে অন্যতম হাতিয়ার। শিল্পকর্ম সব সময় একটি শক্তিশালী মাধ্যম। ঢাবি চারুকলা  অনুষদের শিল্পীরা বিশেষ করে শিক্ষার্থীরা তাদের সৃজনশীল শিল্পকর্মের মাধ্যমে আমাদের চিন্তার জগৎ  উন্মোচিত করে।

ইএইচ

Link copied!