Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

ভিকারুননিসার সেই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ২৫, ২০২৪, ১২:৫১ পিএম


ভিকারুননিসার সেই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে

ভিকারুননিসা স্কুল এন্ড কলেজের আজিমপুর শাখার শিক্ষক মুরাদ হাসানের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে। এর ফলে তাকে অধ্যক্ষর কার্যালয়ে বদলী করা হয়েছে। গতকাল (২৪ ফেব্রুয়ারী) প্রতিষ্ঠানটির অধ্যক্ষ কেকা রায় চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বিষয়টি জানান।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, আপনি মোহাম্মদ মুরাদ হোসেন সরকার ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ এর আজিমপুর দিবা শাখায় সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত। আপনার বিরুদ্ধে আনিত অভিযোগের প্রাথমিকভাবে সত্যতা পাওয়া গিয়েছে।

শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখার স্বার্থে এবং এ বিষয়ে বিধি মোতাবেক আইনানুগ পদক্ষেপ গ্রহন করার লক্ষ্যে আপনাকে শনিবার থেকে অধ্যক্ষ কার্যালয়ে সংযুক্ত করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

এইচআর

Link copied!