Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বেইলি রোডের অগ্নিকাণ্ডের ঘটনায় ববি উপাচার্যের শোক

ববি প্রতিনিধি

ববি প্রতিনিধি

মার্চ ১, ২০২৪, ০৫:২৬ পিএম


বেইলি রোডের অগ্নিকাণ্ডের ঘটনায় ববি উপাচার্যের শোক

রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মালিহা মেহনাজের ভাই নাহিয়ান আমিনসহ নিহত সকলের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রু.দা) অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভুঁইয়া।

শুক্রবার এক শোক বার্তায় উপাচার্য নিহত সকলের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে এক অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় অর্ধশতাধিক লোক নিহত হন। এদের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মালিহা মেহনাজের ভাই নাহিয়ান আমিন সেই অগ্নিকাণ্ডে মৃত্যুবরণ করেন। তিনি বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল (ইইই) বিভাগের ২২ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

ইএইচ

Link copied!