Amar Sangbad
ঢাকা বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪,

রাবিতে চবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রাবি প্রতিনিধি

রাবি প্রতিনিধি

মার্চ ২, ২০২৪, ০৪:৪৪ পিএম


রাবিতে চবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

আঞ্চলিক কেন্দ্র হিসেবে প্রথমবারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩-২৪ সেশনে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্স এবং ফিশারিজ অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হয়। এতে উপস্থিতির হার ছিল ৮৩.৭৫ শতাংশ।

পরীক্ষা শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক নাসিমা আখতার এসব তথ্য নিশ্চিত করেছেন। বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্স এবং ফিশারিজ অনুষদের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আঞ্চলিক কেন্দ্র হিসেবে রাবিতে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

অধ্যাপক নাসিমা আখতার জানান, ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় রাবি কেন্দ্রে ১৭ হাজার ৭৯২ জন শিক্ষার্থী অংশ নেওয়ার কথা ছিল। তবে এতে ১৪ হাজার ৯০০ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। এদিন অনুপস্থিত ছিলেন ২৮৯৫ জন শিক্ষার্থী। উপস্থিতির হার ছিল শতকরা ৮৩.৭৫ ভাগ। আঞ্চলিক কেন্দ্র হিসেবে এদিন সকাল ১১টায় পরীক্ষা শুরু হয়। তবে পৌনে ১০টায় কক্ষে পরীক্ষার্থীদের রিপোর্টিং ছিল। দুপুর সাড়ে ১২টায় পরীক্ষা শেষ হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ‘এ’ ইউনিটের অধীনে চারটি অনুষদ রয়েছে। এতে মোট আসন রয়েছে ১হাজার ২১৫টি। এর বিপরীতে আবেদন করেছেন ৯৯ হাজার ৫২১জন ভর্তিচ্ছু। আসনপ্রতি লড়বেন ৮১ জন পরীক্ষার্থী।

এদিকে প্রথমবারের মতো আঞ্চলিক কেন্দ্রে পরীক্ষা দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা।

গাইবান্ধা থেকে আসা আশিকুল ইসলাম নামে এক পরীক্ষার্থী বলেন, আমি দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দিচ্ছি। গত বছর আমি পরীক্ষা দিতে গিয়েছিলাম চট্টগ্রামে। আমার প্রায় ৫৫০ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়েছিল। সেখানে যেতে আমার প্রায় ১৪ ঘণ্টা সময় লেগেছিল। এবছর আমি আঞ্চলিক কেন্দ্রে পরীক্ষা দিলাম। তিন ঘণ্টার ভিতরেই নিজের এলাকা থেকে চলে আসছি। এইখানে আমার যেমন ভোগান্তি কমেছে, তেমনি সময়ও বেঁচেছে।

ইএইচ

Link copied!