Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

খুবিতে আইইএলটিএস এবং উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার

খুবি প্রতিনিধি

খুবি প্রতিনিধি

মার্চ ৮, ২০২৪, ০৩:০৬ পিএম


খুবিতে আইইএলটিএস এবং উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সয়েল, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের শিক্ষার্থীদের সংগঠন পেডনের উদ্যোগে `মাস্টারিং আইইএলটিএস অ্যান্ড স্টাডি অ্যাবরোড’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু অ্যাকাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে সেমিনারটি আয়োজিত হয়।

এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের ২০০ জনের অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর এবং কো-স্পন্সর হিসেবে ছিল লেক্সিকোন এবং শোপারস পার্ক।

উচ্চশিক্ষায় আইইএলটিএস (ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাংগুয়েজ টেস্টিং সিস্টেম) এর ভূমিকা, গবেষণার সুযোগ পেতে আইইএলটিএস এর কার্যকারিতাসহ স্কলারশিপের জন্য আবেদন প্রক্রিয়া এবং বিদেশে উচ্চ শিক্ষার নানা বিষয় উঠে আসে সেমিনারটিতে।

সেমিনারটির প্রথম সেশনে লেক্সিকোনের প্রতিষ্ঠাতা ও প্রশিক্ষক মো. সজিবুল ইসলাম আইইএলটিএস এর বেসিক তথ্য,  প্রস্তুতি ও পরীক্ষার বিভিন্ন ধাপ নিয়ে আলোচনা করেন।

পরে দ্বিতীয় সেশনে ইরাসমাস মুন্ডাস স্কলারশিপের জন্য আবেদনপ্রক্রিয়া, যোগ্যতা, বিদেশে অধ্যয়নের সুযোগ- সুবিধা এবং বিভিন্ন দিক তুলে ধরেন প্রফেসর ড. মো. হানিফ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের শিক্ষার্থী জাহিদুর রহমান রাজিব এবং পদার্থ ডিসিপ্লিনের শিক্ষার্থী নাফিয়া ওয়াহিদ নির্ঝর।

স্বাগত বক্তব্য দেন- সংগঠনটির সভাপতি মো. ফাহিম রহমান। অনুষ্ঠানের সহযোগী সংগঠন হিসেবে ছিল খুলনা বিশ্ববিদ্যালয় ইনোভেশন ক্লাব।

অনুষ্ঠানে সয়েল, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের প্রধান ও পেডনের উপদেষ্টা অধ্যাপক  মো. সানাউল ইসলাম, সহযোগী অধ্যাপক মো. সাদিকুল আমিন ও সংগঠনটির সদস্যরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!